Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরনসভা করেছে সরকারী হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগ। সোমবার সকাল ৮ টার সময় কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালী করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে পূনরায় সরকারী হরগঙ্গা কলেজে এসে শেষ হয়। র‌্যালী শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সময়ে কলেজের ছাত্র- ছাত্রীদের উপস্থিতিতে জাতির বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের আত্ম-জীবনী, আদর্শ এবং তার অবধান নিয়ে একটি সংক্ষিপ্ত স্মরনসভার আয়োজন করা হয়। উক্ত স্মরন সভায় সরকারী হরগঙ্গা কলেজের প্রফেসর সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুর হক, উপ-অধ্যক্ষ সাহেদুল কবির, সরকারী হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবির আহম্মেদ, সাধারন সম্পাদক আলমগীর হোসেন,সদর থানা ছাত্রলীগের সভাপতি মোঃ সুরুজ মিয়া প্রমুখ। পরে দুঃস্থ , অসহায় গরীবদের মাঝে প্রায় ৫ শতাধিক খাবার প্যাকেট বিতরন করা হয়।