খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শহরের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, জেলা জজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয়। জেলা আওয়ামী লীগের পক্ষে থেকে দিবসের প্রথম প্রহরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোওয়া অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে দুঃস্থ-প্রতিবন্ধিদের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি জাফর আলী, সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলসহ আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় কলেজ মোড়স্থ ম্বাধীনতার বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে একটি শোক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ অংশ নেন। এসময় র্যালীতে উপস্থিত থাকেন,জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন,জেলা পরিষদের প্রশাসক জাফর আলী, পুলিশ সুপার তবারক উল্যাহ্,সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা শাহাজাহান আলী প্রমুখ।
এছাড়াও জেলা জজ,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি ও জেলা আইনজীবী সমিতি যৌথভাবে জেলা জজ আদালত চত্বরে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।জেলা ও দায়রা জজ ও,এইচ,এম, ইলিয়াস হোসাইন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা জজ নূর ইসলাম,চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অশ্লান কুসুম জিঞু,অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাকসুদুর রহমান, যুগ্ন জেলা জজ আশরাফুল আলম, যুগ্ন জেলা জজ জাহেদুল হক প্রমুখ। এছাড়াও শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মসজিদ,মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।