খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস সারাদেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগষ্ট সোমবার সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি সূচনা করা হয়। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর এক শোক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে প্রিয় নেতার জিবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ওসি মিজানুর রহমান, ডাঃ সাইফুল ইসলাম জয়, প্রাণী সম্পদ কর্মকর্তা দিপক কুমার সরকার, অধ্যাপক আবুল হাশেম, মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার সামছুল আলম, জাসদ সভাপতি মিজানুর রহমান, জাসদ সম্পাদক, ঝিনাইগাতী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্বাস উদ্দিন, অপরদিকে উপজেলা যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আবু তাহের, ছাত্রনেতা সামছুল আরেফীন, মশিউর রহমান এদের নেতৃত্বে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।