খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কঠিনশিলা খনি প্রকল্পে ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি এর উদ্যোগে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালনে মিলাদ মহফিল দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুর ১২টায় মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে জিটিসি’র সভাকক্ষে ঠিকাদারী প্রতিষ্টান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জিটিসি’র সভাকক্ষে দোয়া মাহফিল ও শোক সভার আয়োজনে কর্নেল (অবসরপ্রাপ্ত) মোঃ রফিকুল হান্নান (চীপ ওয়েল ফেয়ার অফিসার) জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর সভাপত্বিতে।
এক শোক সভা অনুষ্টিত হয়। শুরুতেই কোরআন তেলোয়াত করেন জিটিসির নিযুক্ত ইমাম মওলানা এরশাদ হোসেন। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ মশিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, জার্মানীয়া কর্পোরেশন লিঃ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মোঃ আব্দুল হান্নান, মহা-ব্যবস্থাপক (অপারেশন), মোঃ নিয়াজুর রহমান (মহা-ব্যবস্থাপক, প্রশাসন ও অর্থ এবং বিক্রয়), মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিঃ, মোঃ আহাদুজ্জামান চৌধুরী (পিন্টু) (পরিচালক,অর্থ-হিসাব) জার্মানীয়া কর্পোরেশন লিঃ, মিঃ আলেকসানদ্রা মালসেভ প্রজেক্ট ডাইরেক্টর জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) মধ্যপাড়া । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সামসুদ দোহা (সিইও) , জার্মানীয়া কর্পোরেশন লিঃ , মোঃ জামিল আহম্মেদ, (মহা-ব্যবস্থাপক) জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি), মোঃ আখতারুজ্জামান চৌধুরী (রিন্টু), (উপ-মহাব্যবস্থাপক) জার্মানীয়া কর্পোরেশন লিঃ, ট্রেনিং প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডঃ ফররুখ হোসেন খানঁ (বাবু) প্রমুখ। শোকসভা শেষে মোনাজাত পরিচালনা করেন জিটিসি মসজিদের ইমাম, মওলানা এরশাদ হোসেন।
শোক সভায় জিটিসি’তে কর্মরত বিদেশী বিশেষজ্ঞ মিঃ আলেকসানদ্রা মালসেভ প্রজেক্ট ডাইরেক্টর জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) বঙ্গবন্ধুর জীবনীর উপরে রাশিয়ান ভাষায় বক্তব্য রাখেন। তার বক্তব্য বাংলা ভাষায় ট্রেনিং প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডঃ ফররুখ হোসেন খানঁ (বাবু)। বাংলায় অনুবাদ করে শোনান কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকদের। জাতীয় শোক দিবসে জিটিসির সভাকক্ষে ফুলবাড়ী পার্বতীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও মসজিদে দুপুরের খাবার বিতরণ করা হয়।