খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: সারা দেশের মতো রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা হয়তো স্বাধীন বাংলাদেশকে পেতাম না। তিনি যে হাজার বছরের শ্রেষ্ট বাঙালি তা বিশ্ব স্বীকৃত। তিনি বিশাল, যুগে যুগে অবিস্মরণীয়। তিনি চিরন্তন। তিনি বেঁচে আছেন এ দেশের প্রতিটি মানুষের হৃদয়ে। ঘাতকরা এ দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি বলে সেই দুঃসহ কালো রাতে নির্মমভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু সারা বিশ্বে একজন প্রথম সারির মহান নেতা।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনার সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। পরিষদের সদস্য গৌতম কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্যে অংশ নেন, আঞ্চলিক পরিষদ সদস্য নুরুল আলম, গুনেন্দু বিকাশ চাকমা, সাবেক সরকারি কর্মকর্তা প্রকৃতি রঞ্জন চাকমা, নির্মুলেন্দু ত্রিপুরা, সুগত চাকমা, অনুরুদ্ধ চাকমা, সুশীল সমাজের হারুনুর রশিদ মাতব্বর, চাঁদ রায়, আদি ও স্থায়ী বাঙালি নেতা মো. ইউসুফ আলম, সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা, শান্তিময় চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, আঞ্চলিক পরিষদের সহকারী নির্বাহী কর্মকর্তা শ্রাবস্তী রায়।জাতীয় শোক দিবস উপলক্ষে শহরে শোক শোভাযাত্রা বের করে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতজাতীয় শোক দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় মঞ্চে অতিথিরা
এছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালত, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর হতে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত শহরের প্রধান সড়কে শোক শোভাযাত্রার প্রদক্ষিণ করা হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের স্থানীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ অন্যরা বক্তব্য রাখেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা। রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের উদ্যোগে আদালত প্রাঙ্গণ থেকে একটি শোক শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত ভবনের দ্বিতীয় তলায় যুগ্ম জেলা জজ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জজ মো. কাওসার। এছাড়া চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সামস-উদ্দীন খালেদ এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।