Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত । শোকদিবসের শুরুতে সকাল ৮টায় কালোব্যাচ ধারন ৮.৩০মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পমাল্যদান ,১০টায় কোরান তেলোয়াত ও খনির মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। খনিতে জাতীয় শোক দিবসে মহাব্যবস্থাপক এটিএম নুরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল আওরঙ্গজেব সম্রাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জিএম প্রশাসন শরিফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মহীউদ্দিন আহম্মেদ। শোকদিবস পালনে দিনাজপুর বড় পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন কোরান তেলোয়াত, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এসময় শ্রমিকদের অনুষ্ঠানে অংশগ্রহন করেন বড় পুুকুরিয়া কয়লা খনির ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম এন আওরঙ্গজেব। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সংস্থা শ্রমিক কর্মচারী ফেডারেশন সহ সভাপতি ও বড় পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কাসেম শিকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক, মহিউদ্দিন আহমেদ ও সহ সভাপতি, জাহাঙ্গীর আলম। আলোচনা সভা শেষে সকল শ্রমিক ও গরীবদের মাঝে খিচুড়ী বিতরন করেন।