খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার জাতীয় শোকদিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় উপজেলা চত্তর থেকে একটি শোক র্যালী বের হয়। র্যালীটি পৌরশহর প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি হায়দার আলী শাহ্, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, সহকারী পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল ফয়জুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মোকছেদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষ্ াকর্মকর্তা মোছাঃ হাসিনা ভুঁইয়া, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, সাবেকছাত্র নেতা মেহেদীহাসান রুবের ।