খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: চাঁপাইবাবগঞ্জের নাচোলে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বাষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গ বন্ধুর জীবনির উপর আলোচনা ও বেকার যুবকদের ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি, সরকার অসীম কুমার, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাছিরুদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান সহ প্রমুখ।
অপর দিকে উপজেলা আওয়া মীলীগের উদ্যোগে সোমবার সকাল ১০টায় নাচোল ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয় । পরে একটি র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামশুল আলম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের এমপি মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক সাফিউল আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ খাঁন ঝালু, উপজেলা যুবলীগের সভাপতি মজিবুর রহমান, , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নইম মুন্নি, আওয়াীলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, মজিবুর রহমান, নেজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আল শহীদ জুয়েল, যুবলীগের জেলা সহসভাপতি স্ইাদুর রহমান বাদলসহ প্রমুখ।
অন্যদিকে সোমবার সকাল ১০ টায় নাচোলে অক্সফোর্ড একাডেমির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১ তম জাতীয় শোকদিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় অক্সফোর্ড একাডেমি চত্বরে অধ্যক্ষ মজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ,নাচোল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মনিরুল ইসলাম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,অক্সফোর্ড একাডেমির সহকারী শিক্ষিকা ইসমোতআরা ,রোজিনা খাতুন ,সহকারী শিক্ষক মোঃ বুলবুল ইসলাম সহ প্রমুখ। সভায় জাতির জনক বঙ্গুবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী সম্পর্কে আলোচনা ও সন্ত্রাস ,জঙ্গিবাদ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিত করা হয়। আলোচনাসভা শেষে স্বাধীনতার মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।