Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: ১৫ আগস্ট পবিত্র কোরআনের বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের ১০৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মারশেদ জামান অনুষ্ঠানে অংশ নেন ও পরিদর্শন করেন ১৭৭ বছরের পুরাণো বাড়িটি। মহাগ্রন্থ আল কোরআনের প্রথম বাংলা অনুবাদক গিরিশচন্দ্র সেন ১৮৩৪ সালে নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯১০ সালের ১৫ আগস্ট ঢাকায় তাঁর মৃত্যু হয়। তার স্মৃতি ধরে রাখতে ভাই গিরিশচন্দ্র সেনের ভাঙ্গাচুরা বাড়ী সংরক্ষণ ও নির্মাণ করা হচ্ছে জাদুঘর।
প্রশাসনিক সূত্রে জানা যায়, নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মারশেদ জামান এর ঐকান্তিক ইচ্ছা ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভারত সরকারের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসনের সাথে চুক্তি মোতাবেক ঐতিহ্য অন্বেষণের মাধ্যমে ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ী সংরক্ষণ ও জাদুঘর নির্মাণ করা হচ্ছে। প্রায় ১৭৭ বছরের পুরাণো ইতিহাস, যে বাড়িটিতে কিছুদিন আগেও ছিল ভাঙ্গাচুুরা এবং ময়লা আবর্জনায় ভরা, চার দেয়াল ঘিরে ছিল লতাপাতা, সেখানে জেলা প্রশাসক নরসিংদী এর সদিচ্ছার ফলে পরম মমতায় শৈল্পিকভাবে ফুটে ওঠছে হারিয়ে বসা ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ীর ঐতিহ্য। তারই ধারাবাহিকতায় ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ী সংরক্ষণ ও জাদুঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করছেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।