Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: ফ্রান্সের জনপ্রিয় সমুদ্র সৈকত লা টুকেট প্লাসে গতকাল ১৪ আগস্ট ২০১৬ ঈদ পূণমিলনী ও সমুদ্র ভ্রমনে আনন্দ উল্লাসে মেতে উঠেছিল প্রবাসী বরিশাল কমিউনিটি ।
বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স এর সভাপতি মোতালেব খান ও সাধারন সম্পাদক ওবায়দুল ইসলাম রিয়াদ এর তত্বাবধানে ২৫০ সদস্যের একটি দল সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ ঈদ পূর্ণমিলনী ও সমুদ্র ভ্রমণ পালন করে। সকাল ৮. ৩০ টায় বাস যোগে যাত্রা শুরু করে ।পথে সকালের নাস্তা শেষ করে মূল গন্তব্য স্থলে পৌঁছে দর্শনীয় স্থান গুলো পরির্দশন করে। দুপুরের খাবারের শেষ করে শুরু হয় সকলের অংশ গ্রহনে বিভিন্ন প্রতিযোগিতা। এই সফরে পুরুষের পাশাপশি মহিলা ও শিশু-কিশোরদের অংশ গ্রহন ছিল লক্ষনিয়। এ ভ্রমণে ৪ জন ফরাসী অতিথি মেহমান হিসেবে অংশ নেয়। সকল প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠীত হয়। সংগঠনের সভাপতি মোতালেব খানের সভাপতিত্বে সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন ও সহ-সভাপতি আমিনুর রহমান ফারুকের যৌথ পরিচালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন পূর্বে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দীন , মিজানুর রহমান খান, নজরুল ইসলাম, কাজী কামাল, মাহবুবুর রহমান মাহবুব, সাইফুল ইসলাম মিরাজ, সহ-সভাপতি এনামুল হক স্বপন, সোহরাব ভুইয়া, জাহিদ তালুকদার , সাধারন সম্পাদক ওবায়দুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক মোস্তফা কামাল , সহ ধর্ম সম্পাদক সাংবাদিক মুহাম্মদ নুরুল ইসলাম , ক্রীড়া সম্পাদক শামীম রহমান শাওন ও, র্নিবাহী সদস্য কাজী শামীম প্রমূখ ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসের মাটিতে নিজেদের ঐতিহ্য ভবিষ্যত প্রজন্মের মধ্যে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এ ধরনের অনুস্ঠানের বিকল্প নেই । তারা বলেন, সকলের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টির জন্য আমাদের সামাজিক অনুষ্ঠানাদী বেশী বেশী করতে হবে। বিজয়ীদের মধ্যে আর্কষনীয় পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোতালেব খান ইপিবিএ এর যুগ্ম সম্পাদক মনোনীত হওয়ায় তাকে সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়। বিকেলের নাস্তা গ্রহণের পর সূর্য ডোবার আগেই সমুদ্র ভ্রমণের সমাপ্তি ঘোষনার মধ্যদিয়ে আপন নীড়ের উদ্দেশ্যে সকলে যাত্রা শুরু করে।