Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিতখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬: মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও মহান জাতীয় শোক দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন,জেলা পরিষদ,মৌলভীবাজার পৌরসভা,জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, এরপর বাংলাদেশের ওয়ার্কাস পার্টি মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

গতকাল সকাল ১০ টায় জেলা প্রশাসনের উদ্যেগে শোক র্যালী বের করা হয়।শোক দিবস উপলক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা সদর সহ ইউনিয়ন পর্যায়েও স্থানীয় আওয়ামীলীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।এদিকে জেলার শিক্ষা প্রতিষ্ঠানেও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুপুরে শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্তে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর আসনের সাংসদ সৈয়দা সায়েরা মহসিন, (এমপি) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আজিজুর রহমান, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহেদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান সিকদার, চেম্বার সভাপতি কামাল হোসেন।বেলা ৩ টায় রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগ স্থানীয় ইউপি অফিসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাহির চৌধুরী বাবু,র সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,স্থানীয় আওয়ামীলীগ নেতা ফজর আলী,অমল দাশ,রাখাল চন্দ্র দাশ,জহির উদ্দিন,মঙ্গল মিয়া,স্থানীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রকিব সুমন,মাওঃ রেনু মিয়া,আব্দুর রকিব সহ স্থানীয় নেতৃবৃন্দ।আলোচনা সভাশেষে বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য সহ ১৫ই আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ-মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।এদিকে বিকাল ৫ টায় একই ইউনিয়নের খেয়াঘাট বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন আওয়ামীলীগের একাংশ।