Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

download (5)খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬:  রিও গেমসে ব্যালেন্স বিমে পিছলে পড়ে সোনার পদক হারিয়েছেন ফেভারিট সিমোনে বাইলস। অন্যদিকে সেরা হয়ে প্রথম ডাচ নারী হিসেবে অলিম্পিক জিমন্যাস্টিক্সে সোনা জিতেছেন সানে ভেভার্স।

গেমসের দশম দিনে নিজের রুটিনে হঠাৎ পিছলে যান যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট বাইলস, পতন ঠেকাতে বিমে হাত দিয়ে বসেন। এই ভুলের পর শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রিওতে এখন পর্যন্ত তিনটি সোনা জেতা এই জিমন্যাস্টকে।

নেদারল্যান্ডসের ভেভার্স ১৫.৪৬৬ স্কোর করে সেরা হন। বাইলসের স্বদেশি ১৬ বছর বয়সী লরি হার্নান্দেজ ১৫.৩৩৩ স্কোর করে রুপা জেতেন। বাইলসের স্কোর ১৪.৭৩৩।