খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬: : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যদের দায়িত্বভার গ্রহন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি চত্বরে ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল করিমের সভাপতিত্বে নবনির্বাচিত চেয়্রম্যান এনায়েতুল¬াহ দায়িত্বভার গ্রহন করেন। এসময় ইউপির ১নং ওয়ার্ড সদস্য রোজবুল হোসেন ২নং ওয়ার্ডের মোকবুল হোসেন ,৩নং ওয়ার্ডের মেসবাবুল আক্তার ,৪নং ওয়ার্ডের জাহাঙ্গীর ,৫নং ওয়ার্ডের আবুল কাসেম ,৬নং ওয়ার্ডের গাফ্ফার হোসেন,৭নং ওয়ার্ডের এরশাদ, ৮নং ওয়ার্ডের মোমেনুল ইসলাম,৯নং ওয়ার্ডের মুরসেদ এবং মহিলা সংরক্ষিত সদস্য ১,২,৩ ওয়ার্ডের সোনাভান বেগম ,৪,৫,৬ ওয়ার্ডের নাসিমা ও ৭,৮,৯ ওয়ার্ডের রওশানআরা বেগম দায়িত্বভার গ্রহন করেন।দায়িত্বভার গ্রহন শেষে নবনির্বাচিত চেয়ারম্যান এনায়েতুল¬াহর সভাপতিত্বে সকল ওয়ার্ড সদস্যদের কন্ঠ ভোটের মাধ্যমে ১নং প্যানেল চেয়ারম্যান পদে আবুল কাসেম ,২নং প্যানেল চেয়ারম্যান মোকবুল হোসেন ্এবং মহিলা সংরক্ষিত সদস্য ৩নং প্যানেল চেয়ারম্যান পদে রওশানআরা নির্বাচিত হয়। এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন সাহেব, নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল ইসলাম ,সহ সাধারন সম্পাদক নাসিম আলী সহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা ।