Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28
খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬: বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানির দিন ২১ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এম আমিনুল ইসলাম শুনানির জন্য নতুন এ তারিখের আদেশ দেন।
খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় আইনজীবীর মাধ্যমে তারা সময়ের আবেদন করেন। খালেদা জিয়ার পক্ষে সময় আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
উল্লেখ্য, ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করে দুদক। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় এ সংক্রান্ত মামলাটি দায়ের করেন।
অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।
পরে এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।
২০০৮ সালের ১৫ জুলাই নাইকো দুর্নীতির মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত ও রুল জারি করেন আদালত। পরে স্থগিতাদেশের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়।