খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬: রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলায় ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন ও সেমিনার/১৬ইং মঙ্গলবার সকালে উপজেলা চত্তরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৫ এর সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মতিয়া হক। স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনজুর রহমান। প্রধান অতিথি তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।