Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬: অমিত পাল,রামপাল ,বাগেরহাট: রামপালে যথাযোগ্য মর্যাদায় 44জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষ্যে রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ৯ টায় এক শোক র‌্যালি বের করা হয়। শোক র‌্যালিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে ইউএনও রাজিব কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাইদ, ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আঃ ওহাব, সাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল হাসান জামু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার শেখ আঃ জলিল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আঃ রউফ, অধ্যক্ষ মজনুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, যুবলীগ সভাপতি নুরুল হক লিপন, সেচ্ছাসেবকলীগের আহবায়ক সরদার বোরহান উদ্দিন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ সাদি প্রমুখ। এ উপলক্ষে বেলা ১২ টায় রামপাল সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামুর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে ইউনিয়নের সকল সদস্যবৃন্দ, সচিব ও গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১২ টায় হাজী এনায়েত উল্লাহ দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা আঃ কাদেরের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আসর শ্রীফলতলা দক্ষিন পূর্বপাড়া জামে মসজিদে মেম্বর সরদার সিরাজুল ইসলাম নান্নু, মোঃ শাহাদাৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। এ উপলক্ষ্যে পেড়িখালী পি,ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার শিকদারের সভাপতিত্বে ও নাজমুল হুদার সঞ্চালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, এস,এম,সি সভাপতি ফকির সিরাজুল আজম দারা, আলহাজ্ব শেখ সুলতান আহম্মদ প্রমুখ। বাঁশতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মাদ আলীর নেতৃত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামাবাদ ছিদ্দিকিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মকবুল হোসেন খানের সভাপতিত্বে অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সগুনা মাধ্যমিক বিদ্যালয় জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে র‌্যালী ,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ।