খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬: : মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকায় নাজিম উদ্দিন(৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ২ টার সময় বিনোদপুর এলাকার একটি বাড়ি থেকে ৪০টি ইয়াবাসহ নাজিমউদ্দিন সরকারকে (৪১) গ্রেফতার করা হয়। পরে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লামইয়া সাইফুল। দন্ডপ্রাপ্ত নাজিম বিনোদপুরের বাসিন্দা এবং স্থানীয় আবুল কসাইয়ের বাড়িতে ভাড়া থাকতেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিে লামইয়া সাইফুল জানান, আবুল কসাইয়ের বাড়ির ভাড়াটে নাজিমউদ্দিনের ঘর তল্লাশি করে বেশ কিছু ইয়াবা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাঁকে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।