Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

61খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬: সরকারি মালিকানাধীন তিন বাণিজ্যিক ব্যাংক সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

কর্মসংস্থান ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ সোনালী ব্যাংকের দায়িত্ব পেলেন।
আনসার ও ভিডিপি ব্যাংকের এমডি শামস-উল-ইসলামকে পেয়েছেন অগ্রণী ব্যাংকের দায়িত্ব।
প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি আতাউর রহমানকে রূপালী ব্যাংকে দেওয়া হয়েছে।
মঙ্গলবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই তিনজনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তিন ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর তাদের নিয়োগ চূড়ান্ত হবে।
এই তিন জন ব্যাংক তিনটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করবেন।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত বলেন, “আনসার ও ভিডিপি ব্যাংকের এমডি শামস-উল-ইসলামকে অগ্রণী ব্যাংকে এমডি নিয়োগ সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দেওয়ার পর তার নিয়োগ চূড়ান্ত হবে।”
শামস-উল-ইসলামকে তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকে এমডি হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়েছে বলে জানান জায়েদ বখত।
সোনালী এবং রূপালী ব্যাংকে এমডি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট দুই ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পাঠানো হয়েছে বলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।
বেশ কিছুদিন ধরে রাষ্ট্রায়ত্ত এই তিন ব্যাংকে ভারপ্রাপ্ত এমডি দিয়ে কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।