খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পাঁচদিনের সরকারি সফরে মঙ্গলবার দিল্লি এসেছেন।জেট এয়ারওয়েজ-এর একটি ফ্লাইটে তথ্যমন্ত্রী দিল্লিতে আসার পর ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী তাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান।
তথ্যমন্ত্রী দিল্লিতে অবস্থান কালে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভ্যাংকাইয়া নাইডু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিং’এর সাথে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।
তিনি বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, অবজারভার রিসার্স ফাউন্ডেশন এবং ইন্ডিয়া ফাউন্ডেশন-এর সাথেও মতবিনিময় করবেন। দিল্লি সফরের শেষ পর্যায়ে তিনি আজমীর শরীফ যাবেন।
তথ্যমন্ত্রী ২১ আগস্ট ঢাকার উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করবেন।