Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: মো.আককাস আলী, নওগাঁ : সাজ সাজ রব! সেই রাজা-বাদশার দিনের কথা গল্পে শুনলেও আজ বাস্তবে নওগাঁর মহাদেবপুরের মানূষ চোখে দেখে বাস্তবে পরিনত করল। মনে হচ্ছে মহাদেবপুরের সেই রাজাবাহাদুর আবারও জেগে উঠেছে। মনে হচ্ছে বলিহারের রাজকন্যার সাথে মহাদেবপুরের রাজাবাহাদুরের ছেলে সাথে বিবাহ শুরু হয়েছে। সারি দিকে সাজ সাজ রব। সেই পুরানো দিনের রাজা-বাদশার হালে বিবাহ হলো নওগাঁর মহাদেবপুর রাজবাড়ীর পাশে কলেজ পাড়ায়। ঢাকাইয়া মেয়ে আর মহাদেবপুরের ছেলে বিবাহ হলো সেই পুরানো কালের রাজা-বাদশার বেশে। উপজেলার মানুষ এই ঢাকাইয়া মেয়ে ও মহাদেবপুরের ছেলে বিবাহ দেখতে উপছে পড়া ভীড় জমায়। পালকী, ঘুড়া ও বাজনা সব তৈরী ছিল। মহাদেবপুরের কলেজ পাড়ার ননী গোপাল দেবনাথ ও সরিুচী দেবনাথের ছেলে রাজ শেখর দেবনাথ সেই ওয়ারী ঢাকার নীল রতন দাস ও ডলি দাসের মেয়ে পাঞ্চালী দাসকে বিবাহ করলেন রাজা-বাদশার বেশে। রাজকুমার রাজশেখর ঘোয়ায় এবং রাজকন্যা পাঞ্চালী দাস পালকীতে বসে মহাদেবপুর ডাকবাংলো থেকে রাজকীয় বেশে কলেজ পাড়ার বাড়ীতে গতকাল মঙ্গলবার যাওয়ার পথে হাজারো মানুষের ঢল চোখে পড়ার মত। রাজকুমার-রাজকন্যার বিয়ে হলো মহাদেবপুরে সব মানুষ তাকিয়েছিল আবারও কি জেগে উঠেছে সেই রাজাবাহাদুর। এব্যাপারে রাজশেখর দেবনাথের মা সুরুচী দেবনাথ জানান, আমার বড় সখ ছিল সেই পরানো দিনের রাজকুমার-রাজকন্যার বিবাহ যে রাজাবাহাদুর ধুমধাম করেছিল সেই টুকুই আমি আমার ছেলে বিবাহতে করতে পেরে পরানো দিনের হারানো কাহিনী বাস্তবে রুপ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা সবাই আমার ছেলে ও বউমার জন্য আর্শিবাদ করবেন।