Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: কুমার, নাটোর: এ আমার জন্মভুমি, এটি জঙ্গিবাদের আস্তানা নয় এই শে¬াগান নিয়ে নাটোরে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার নাটোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির জেলা শাখার সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান,লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সহ নের্তৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস ইসলাম কখনোই সমর্থন করেনা। যারা জঙ্গিবাদে জড়িত তারা ধর্মের অপব্যাখ্যা করে। জঙ্গিবাদ প্রতিরোধে সবার সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা উচিত। তারা সকলকে একত্রিত হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার আহব্বান জানান।