খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন চার নারী সদস্যকে পাঁচদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল আলম বুধবার তাদের ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার রাতে গাজীপুরের সাইনবোর্ড এবং রাজধানীর মগবাজার ও মিরপুর এলাকা থেকে ইসতিনা আক্তার ঐশী, আকলিমা রহমান মনি, ইশরাত জাহান মৌসুমী ওরফে মৌ ও খাদিজা পারভীন মেঘলা নামে জেএমবির চার নারী সদস্যকে গ্রেফতার করে র্যাব। পরে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব তাদের গ্রেফতারের কথা গণমাধ্যমকে জানায়।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ওই চার জনের মধ্যে জেএমবির নারী বিভাগের ‘উপদেষ্টা’ আকলিমা রহমান, সদস্য মৌ ও মেঘলা বেসরকারি মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আরেক সদস্য ঐশী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক; তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকেই এমবিবিএস পাস করেন।
তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, তথ্যচিত্র, অডিও ও ভিডিও উদ্ধার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানায় র্যাব।