Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: ওবায়দুর রহমান লিটন: সাভার হিজরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কল্পে আলোচনা সভা করেছে ঢাকা জেলা পুলিশ। হিজরাদের বাসস্থান, কর্মসংস্থান ও জীবন যাত্রার মান উন্নয়ন নিয়ে আলোচনা হয় এ সভায় ।

গতকাল বুধবার সকালে আশুলিয়ার এলাহী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। হিজরা সম্প্রদায় এময় তাদের কর্মসংস্থান, উপযুক্ত বাসস্থান নিশ্চিত করার দাবি জানায়। ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. ফারজানা ইসলাম। মূখ্য আলোচক ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাই ওয়ে পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম ,শিল্পাঞ্চল পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান,সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: আবু নাসের বেগ। এছাড়াও আশুলিয়ার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।