খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: রহমান লিটন: সাভারে এক ট্রাক চালককে পিটিয়ে নদগ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। প্রকাশ্য এ ঘটনা ঘটলে ওই ট্রাক চালকবে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। পুলিশকে বিষয়টি জানালেও তারা পদক্ষেপ নেয়নি বলে ট্রাক চালক অভিযোগ করেছেন ।
ট্রাক চালক তোফাজ্জল হোসেন জানান কুষ্টিয়া থেকে হার্ট বোর্ড নিয়ে সাভার বাসষ্ট্যান্ডের নিকট টেলিফোন অফিসের পাশে একটি দোকানের সামনে মালামাল আনলোড করার জন্য তিনি ট্রাকটি পার্ক করেন। এ সময় ভোর সাড়ে ৫টা বাজে। ফজরের নামাজের পর মসজিদের মুসুল্লী ও পথচারি অনেকের সামনে ডগর মোড়া এলাকার চিহ্নিত ছিনতাইকারি হত্যা,ধর্ষন,ডাকাতি,অপহরনসহ প্রায় দু’ডজন মামলার আসামী মাশরুম চাষ কেন্দ্রের অবসর প্রাপ্ত কর্মচারি নুরু মিয়ার পুত্র খলিল ওরফে গাইট্রা খলিলের নেতৃত্বে নয়ন ওরফে কসাই নয়নসহ ৪ ছিনতাইকারি ট্রাক চালককে ঘিরে ধরে প্রহার করে। তারা অস্ত্রেরমুখে জোরপূর্বক পকেটে থাকা সাড়ে ৭ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা পরিচয় প্রকাশ না করার শর্তে জানান এ ছিনতাইকারিদল প্রায় প্রতি দিন উক্ত স্থানে পথচারি সাধারনকে মারধর ও ছুরিঘাত করে সর্বস্ব লুটে নেয়। ট্রাক ড্রাইভার তোফাজ্জল হোসেন আরও জানান ছিনতাইকারিদল যাওয়ার পর সাভার থানার টহল পুলিশের একটি দল উক্ত স্থানে আসলে তিনি ঘটনা বিবরন তাদের জানান। কিন্তু তারা কোন পদক্ষেপ না নিয়ে থানায় লিখিত অভিযোগ দিতে বলে দ্রুত চলে যায়। পরে আহত ট্রাক চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি জানতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম কামরুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।