Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: শেরপুর : শেরপুরের সদর উপজেলার ব্রহ্মপুত্র নদসংলগ্ন চরপক্ষীমারী, কামারেরচর, বলাইয়েরচর, বেতমারী ঘুঘুরাকান্দি ও রৌহা ইউনিয়নের বন্যা কবলিত এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ ১৭ আগস্ট বুধবার বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শেরপুর শাখার পক্ষ থেকে ব্যাংকের রঘুনাথবাজারস্থ কার্যালয়ে এসব ত্রাণ বিতরণ করা হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, বন্যা কবলিত এসব পরিবারের মধ্যে পাঁচ কেজি করে চাল, দুই কেজি করে চিড়া, দুই কেজি করে আলু, এক কেজি করে চিনি, লবণ, পিঁয়াজ ও গুড়, খাবার স্যালাইন, বিস্কুট ও নগদ দুই শ করে টাকা প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, ব্যাংকের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের প্রধান আবু সাঈদ মোহাম্মদ ইদ্রিস, ব্যাংকের শাখা ব্যবস্থাপক হামিদ মাহমুদ, চরপক্ষীমারী ও রৌহা ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে মো. আব্দুর রউফ ও শফিকুল ইসলাম মিজুসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।