Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: শেরপুর : বাংলা আমার জন্মভূমি, এটি জঙ্গিবাদীদের আস্তানা নয়’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে আজ ১৭ আগস্ট বুধবার বিকেলে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, শেরপুর জেলা শাখার উদ্যোগে থানা মোড়ে অনুষ্ঠিত মানব বন্ধনে সংগঠনের সভাপতি এ. কে. এম মোসাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান সুজা, আহম্মদ আলী, এমদাদুল হক, মামুনুর রশীদ, আবুল বাশার, ওবায়দুল হক, আব্দুল আজিজসহ জেলার সকল লাইব্রেরী মালিকগন উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ সমূলে উৎপাটন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।