খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: প্রতিনিধির মাধ্যমে পারিবারিক আদালতের কেউ মামলা পরিচালনা করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
এক সিভিল রিভিশন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. আবদুল হাফিজের একক বেঞ্চ বুধবার এই রায় দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। অপরদিকে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষক বিবাহ বিচ্ছেদের পর তার সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত দাবি করে ২০১২ সালের ২৭ নভেম্বর তার সাবেক স্বামীর বিরুদ্ধে ঢাকার সহকারী জজ ও পারিবারিক আদালতে একটি মামলা করেন। ওই নারীর সাবেক স্বামী বিদেশে থাকায় আইনি জটিলতা তৈরি হয়। তাই মামলা চলাকালে প্রশ্ন উত্থাপিত হয় যে, সন্তানের বাবা বিদেশে থেকে প্রতিনিধির মাধ্যমে মামলা পরিচালনা করতে পারবেন কি-না।
২০১৩ সালের ৭ নভেম্বর ঢাকার ওই পারিবারিক আদালত মতামত দেন, মামলার পক্ষদ্বয়ের ব্যক্তিগত উপস্থিতি জরুরি বলে মনে করি। পরে ২০১৪ সালের ২৫ নভেম্বর অতিরিক্ত জেলা জজ আদালতও একই মত পোষণ করেন।
নিম্ন আদালতের এই সিদ্ধান্ত দুটির বিরুদ্ধে ২০১৫ সালের ২৫ মার্চ হাইকোর্টে সিভিল রিভিশন মামলা করা হলে রুল জারি করেন আদালত। ওই রুলের ওপর শুনানি শেষে বুধবার চূড়ান্ত রায় দেন হাইকোর্ট।
হাইকোর্টের রায় সম্পর্কে ব্যারিস্টার তৌফিক ইনাম জানান, পারিবারিক আদালতে কোনও পুরুষ পক্ষ প্রতিনিধির মাধ্যমে মামলা পরিচালনা করতে পারবেন না। এর ফলে এই মামলার ক্ষেত্রে পাওয়ার অব অ্যাটর্নি অ্যাক্ট ২০১২ পারিবারিক আদালতে প্রযোজ্য হবে না।