খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রতিবেদন না পাওয়ায় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ‘ক্ষোভ’ প্রকাশের পর এবার জাতীয়সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটিও ওই ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন চায়।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই প্রতিবেদন চাওয়া হবে বলে সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি শওকত আলী সাংবাদিকদের জানান, কমিটির আগামী বৈঠকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। ওই বৈঠকে তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপনের জন্য বলা হবে। আগামী বৈঠকটি শুধু বাংলাদেশ ব্যাংক নিয়েই করা হবে।