Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে আফসানা হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন সমাবেশ ও সোস্যাল মিডিয়ায় উত্তাল সারা দেশসহ ঠাকুরগাঁও। ঢাকা মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শেষ বর্ষের ছাত্রী ঠাকুরগাঁওয়ের মেয়ে আফসানা ফেরদৌস হত্যার বিচারের দাবিতে উত্তাল রুহিয়া ও ঠাকুরগাঁও বাসী সহ এলাকার সাধারণ জনগণ। এরই প্রতিবাদে বুধবার দুপুরে ঠাকুরগাঁও রুহিয়া এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় রুহিয়া এলাকার স্কুল, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সর্ব সাধারণ মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন। উল্লেখ্য, গত শনিবার ১৩ আগষ্ট খুন হয় আফসানা ফেরদৌস। রাতে অপরিচিত মোবাইল ফোন থেকে কল দিয়ে আফসানার মাকে জানানো হয়, আফসানার লাশ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এরপর আফসানার মা ঠাকুরগাঁও থেকে আত্মীয়স্বজনদের বিষয়টি জানায়। খবর পেয়ে আফসানার মামা ও অন্যান্য স্বজনেরা দ্রুত ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। কিন্তু সেখানে লাশ নেই। পরে আবার অপর একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে জানানো হয়, আফসানার লাশ মিরপুরের আল-হেলাল হাসপাতালে আছে। সবাই ছুটে যায় আল-হেলাল হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ নামে একটি লাশ কাফরুল থানায় রয়েছে। এরপর কাফরুল থানায় পৌঁছানোর পর আফসানার ছবি দেখালে থানায় ডিউটিরত পুলিশ জানায়, এমন চেহারার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রাত তিনটায় ঢাকা মেডিকেল মর্গে আফসানার লাশ শনাক্ত করে ওর মামা এবং কাজিনরা। রবিবার ময়নাতদন্ত শেষে আফসানার মরদেহ গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার কানিকাশালগাঁও গ্রামে নিয়ে আসা হয়। যারা লাশ দেখেছে, প্রাথমিকভাবে তাদের ধারণা মেয়েটিকে ধর্ষণের পর রশির মতো কোন কিছু গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ধর্ষণে একাধিক ব্যক্তি জড়িতও থাকতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন। আগামী দু-তিন দিনের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ। এরপর হত্যা মামলা দায়ের করবে পুলিশ। অন্যদিকে, আফসানার অপমৃত্যুতে সোস্যাল মিডিয়া ফেসবুকে লাক্ষ ব্যক্তিদ্বয়ের ছবি সহ বিচারের দাবিতে সচ্চার লাক্ষ জনতা। ঠাকুরগাঁও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর জানান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একজন কর্মী ছিলেন আফসানা। তারই ধারাবাহিগতায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্দোগ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে বলে জানা তিনি।