Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: মোঃ আফজাল হোসেন দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির সদর দপ্তরের টহল দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ২০লাখটাকার বিভিন্ন পন্য আটক করেন। ফুলবাড়ী ২৯ বিজিবির বিশেষ টহল দলের অভিযানে ছিলেন বিজিবির হাবিলদার মোঃ ফিরোজ।গত ১৪ই আগষ্ট ঐ অভিযান চালিয়ে মালামাল আটক করেন। আটক কৃতমালামালের মধ্যে ছিল ১২হাজার৮পিছ গরু মোটাতাজাকরনট্যাবলেট ,ফেন্সিডিল,শাড়ী,স্টীলসামগ্রী,মসল্লা,কসমেটিক্স ইত্যাদী।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃকর্নেল মোঃ কোরবান আলী যোগদান করার পর সীমান্তের ৮০ কিলোমিটার এলাকায় গত ২বছরে চোরাচালান অভিযান চালিয়ে আন্তঃমুখি ও বহিমুখি থেকে প্রায় ১০ কোটি টাকার অধিক পরিমান চোরাপথে আসা ভারতীয় মালামাল আটক করেছেন। এছাড়া সীমান্ত এলাকার জনসাধারন যাতে করে অবৈধভাবে সীমান্তের ওপারে যেতে না পারে । সে ব্যাপারে তিনি এলাকার গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশার মানুষকে নিয়ে জনসচেতনা মুলক সভাসমাবেশ করে আসছেন।
এ ব্যাপারে গতকাল বৃহঃপতিবার ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃকর্নেল মোঃ কোরবান আলীর সাথে কথা বললে তিনি জানান রাষ্ট্রের দায়িত্ব পালন করতে যা যা করার প্রয়োজন তাই করছি।চোরাচালান,সীমান্তে মানুষ হত্যা ,অবৈধ অনুপ্রবেশ,নারী ও শিশু পাচার রোধকল্পে বিজিবির জোয়ানেরা সক্রিয় ভাবে কাজকরে যাচ্ছে।