খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন পূর্বেও রাজধানীর একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। এ অবস্থায় তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের ঘটনা প্রমান করে সরকার মানবিকতাবোধ হারিয়ে ফেলেছে। রুহুল কবির রিজভী একজন আইনজীবি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন, কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাবশত: তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সরকার একদলীয় শাসনকে দীর্ঘায়িত করতেই বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে কারাগারে নিক্ষেপ করে বিরোধী কন্ঠকে নিস্তব্ধ করে দিতে চাচ্ছে। রুহুল কবির রিজভী সরকারের অনৈতিক ও অপশাসনের বিরুদ্ধে একজন সোচ্চার কন্ঠস্বর। সরকারের দুর্নীতি, অপকীর্তি ও অনিয়মের বিরুদ্ধে সর্বদা কথা বলার কারনেই তিনি আজ রাজনৈতিক নিষ্ঠুর প্রতিহিংসার শিকার হয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও সুচিকিৎসার দাবি জানান। তিনি অসুস্থ এই কারাবন্দী নেতাকে অবিলম্বে মুক্তি দেয়ারও জোর দাবি করেন।