খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: যে সকল শিক্ষার্থী ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে এখনও কোন কলেজে ভর্তি হতে পারে নি তাদেরকে সংশ্লিষ্ট কলেজে আসন খালি থাকা এবং ভর্তির ন্যূনতম জিপিএ সংক্রান্ত শর্ত পূরণ সাপেক্ষে আগামী ২৩/০৮/২০১৬ তারিখের মধ্যে বিলম্ব ফিসহ মানবিক বিবেচনায় ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তির সুযোগ প্রদান করা হলো। এ বর্ধিত সময়ের পর আর কোন অবস্থাতেই ভর্তির সময় বৃদ্ধি করা হবে না।
উল্লেখ্য, যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে কোন কলেজে ভর্তি হয়েছে তারা নতুন করে অন্য কোন কলেজে ভর্তি হতে পারবে না। ভর্তিকৃত শিক্ষার্থীরা ছাড়পত্রের মাধ্যমে কলেজ পরিবর্তন করতে পারবে।