Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। তবে মেধার সর্বোচ্চ স্কোর জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে আছেন।

আজ বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। ফল বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে। আজ সকালে শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপর সচিবালয়ে ফলাফলের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
এ বছর মোট ১২ লাখ ৩ হাজার ৬৪০ জন পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন। পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন। ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন। ফলাফল অনুযায়ী, ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৬০ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন। এর মধ্যে ছাত্র ৩২ হাজার ৩৮১ জন, ছাত্রী ২৫ হাজার ৮৯৫ জন।
সকালে গণভবনে ফল ঘোষণার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মেয়েরা এগিয়ে যাচ্ছে। ছেলেদের পেছনে পড়ে থাকলে চলবে না। তাদের আর একটু পড়াশোনায় মনোযোগী হতে হবে।