Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: নরওয়ে যাওয়ার কথা ছিল তামিম ইকবালের। সেখানে বাংলাদেশের এই ড্যাশিং ওপেনিং ব্যাটসম্যানের ‘শান্তির জন্য খেলা’ স্লোগানের একটি প্রীতি ম্যাচে খেলার কথা ছিল। কিন্তু তামিম এই ম্যাচ খেলতে নরওয়ে যাচ্ছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি পেয়েছিলেন। বুধবার তামিমের দেশ ছাড়ার কথা ছিল।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে তামিম নিজেই নিশ্চিত করেছেন এই খবর। জানিয়েছেন, “এ নিয়ে সংবাদ মাধ্যমকে তামিম জানান, প্রদর্শনী টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলতে আমি নরওয়ে যাচ্ছি না, আর না যাওয়ার সিদ্ধান্তের পেছনে কিছু কারণ আছে।” সেই কারণগুলো উল্লেখ করে তামিম বলেছেন, “এর মধ্যে একটি বড় কারণ এই প্রদর্শনী ম্যাচের জন্য আয়োজকরা গতকালই আইসিসির অনুমোদন পেয়েছে মাত্র। আমি মনে করি এতে অনেক দেরি হয়ে গেছে। এছাড়াও এখন পর্যন্ত আমার সেখানে যাওয়া, ম্যাচ ফি, পেমেন্ট কোনটি নিশ্চিত করেননি আয়োজকরা।”
অসলো ভিত্তিক একটি ক্রিকেট ক্লাব এই ম্যাচের আযোজন করেছে। ক্লাবটির বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে ‘শান্তির জন্য খেলা’ নাম দেওয়া হয়েছে ম্যাচটিকে। যেখানে একটি দল বিশ্ব একাদশ। অন্যটি পাকিস্তান স্টার্স। বিশ্ব একাদশে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় ছিলেন তামিম। কিন্তু তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক যাচ্ছেন না।
এক দলে শোয়েব আখতার, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইরফান, মন্টি পানেসার, সিমন জোন্স, আব্দুর রাজ্জাক, সনাৎ জয়সুরিয়া, ইমরান নাজিরের খেলার কথা। অন্য দলটি মিসবাহ-উল-হক, সাঈদ আজমল, কামরান আকমল, নাসির জামসেদ, জুনায়েদ খান, জুলফিকার বাবর, তৌফিক উমর, ফাওয়াদ আলম, মোহাম্মদ আসিফ, উমর আকমলদের।