খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: আটোয়ারী , পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যেগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে উপবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ -এর সভাপতিত্বে উপজেলার ১৫৬ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ২৫০০ টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, কালিতলা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসাদ্দেক হোসেন জুয়েল, বলরামপুর দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুস সাত্তার, আটোয়ারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। উল্লেখ যে, এবার উপজেলায় দ্বিতীয় বারের মতো উপজেলা পরিষদ ও প্রশাসনের রাজস্ব তহবিল হতে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ যোগাতে কৃতি ও গরীব শিক্ষার্থীদের মাঝে উপ-বৃত্তি প্রদান করা হলো।