Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: আটোয়ারী , পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারীতে জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্পের আওতায় জেলেদের মাঝে পরিচয় পত্র (আইডি কার্ড) আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং আইডি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মীরা রাণী ও অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উল্লেখ যে, উপজেলার ৬ ইউনিয়নে মোট ৮শ ৫০ জন মৎস্যজীবির মাঝে এই কার্ড বিতরণ করা হয়।