Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

53খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হবে বললেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি। তিনি আরও বলেন, অবিলম্বে বালিয়াডাঙ্গী উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হবে। বাল্যবিবাহ সামাজিক ব্যধি। বাল্যবিবাহের ফলে শিশুর মাতৃর্তের হার বৃদ্ধি পায় এ অভিশাপ থেকে আমাদের মুক্তি পেতে হবে। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা প্রধান অতিথি বক্তৃতাকালে একথা বলেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ মান্নান এর সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, পাড়িয়া ইউপি চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল, চাড়োল ইউপি চেয়াম্যান দিলীপ কুমার চ্যাটারজ্জী, ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটারজ্জী, বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি রমজান আলী, বিজিবির কোম্পানী কমান্ডার এনামুল। আইন শৃঙ্খলা সভা শেষে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকতাগণ বক্তব্য রাখেন।