খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে আফসানা ফেরদৌসীর খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আফরোজা পারভীন, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, সহ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মনিকা মল্লিক, এ্যাডভোকেট নাসির, এ্যাডভোকেট আবু সায়েম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার ১৩ আগষ্ট খুন হয় আফসানা ফেরদৌস। রাতে অপরিচিত মোবাইল ফোন থেকে কল দিয়ে আফসানার মাকে জানানো হয়, আফসানার লাশ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এরপর আফসানার মা ঠাকুরগাঁও থেকে আত্মীয়স্বজনদের বিষয়টি জানায়। খবর পেয়ে আফসানার মামা ও অন্যান্য স্বজনেরা দ্রুত ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। কিন্তু সেখানে লাশ নেই। পরে আবার অপর একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে জানানো হয়, আফসানার লাশ মিরপুরের আল-হেলাল হাসপাতালে আছে। সবাই ছুটে যায় আল-হেলাল হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ নামে একটি লাশ কাফরুল থানায় রয়েছে। এরপর কাফরুল থানায় পৌঁছানোর পর আফসানার ছবি দেখালে থানায় ডিউটিরত পুলিশ জানায়, এমন চেহারার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রাত তিনটায় ঢাকা মেডিকেল মর্গে আফসানার লাশ শনাক্ত করে ওর মামা এবং কাজিনরা। রবিবার ময়নাতদন্ত শেষে আফসানার মরদেহ গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার কানিকাশালগাঁ গ্রামে নিয়ে আসা হয়। নিহত আফসানা ফেরদৌসী রুহিয়া থানার কানিকশালগাঁ গ্রামের আকতার হোসেনের বড় মেয়ে। এ ঘটনায় ঢাকা কাফরুল থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা করলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।