Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

hajj-agency-nbsখোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: ২০১৬ সালের হজযাত্রী পরিবহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক প্রেস বিফ্রিংয়ে মন্ত্রী জানান, হজযাত্রীদের গ্রুপ নির্ধারণের লক্ষ্যে আগামী ৪-৫ দিনের মধ্যে মোয়াল্লেম, এজেন্সিভিত্তিক হজযাত্রীর সংখ্যা ও বাড়ির ঠিকানা সংবলিত তালিকা হজ এজেন্সিজ এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (হাব) ধর্ম মন্ত্রণালয়ে দাখিল করবে। ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ তালিকা বিমান এবং সৌদিয়াকে প্রেরণ করবে এবং এ তালিকানুসারে টিকিট বিক্রি করা হবে।

কোন তারিখে কোন এজেন্সিকে কতজন হজযাত্রীর টিকিট বরাদ্দ দেয়া হয়েছে এবং প্রতিদিনের আপডেট বিমান ও সৌদিয়া তা আবশ্যিকভাবে বিজনেস অটোমেশনকে অবহিত করবে।

বিমান হজযাত্রী পরিবহণের জন্য অতিরিক্ত স্লট বরাদ্দের জন্য সৌদি কর্তৃপক্ষের নিকট আবেদন করবে। বিমান কম যাত্রীর ফ্লাইটগুলো আগামীতে বেশি যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন বিমান ব্যবহার করবে। ধর্ম মন্ত্রণালয় রিপ্লেসন্টের এর বিষয়টি সহজীকরণ করবে।

সভায় জানানো হয় এ পর্যন্ত ৬৯ হাজার ৪৫১ জন হজযাত্রীর ভিসা হয়েছে এবং গতকাল পর্যন্ত ১২৫টি ফ্লাইটে ৪১ হাজার ৮৪০ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ সম্পন্ন করতে পারবেন।

সভায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, ধর্মসচিব আবদুল জলিল, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, বিমানের এমডি এ এম মোাসাদ্দিক আহমেদসহ বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, হাব, আটাব ও সৌদিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।