খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনকে আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং তা ভবিষ্যৎ প্রজন্মের নিকট ছড়িয়ে দিতে হবে।
আজ রাজধানীর শেরে-ই-বাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবনের তৃতীয় লেভেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৬ উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন।
স্পিকার বলেন, বঙ্গবন্ধু সাধারণ মানুষের দুঃখ দুর্দশা গভীরভাবে উপলব্ধি করতেন। তাই তিনি সারাটা জীবন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং নিজের জীবন উৎসর্গ করে বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি বলেছেন, ‘আমি বাঙালি, বাংলা আমার ভাষা’।
স্পিকার বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা-উত্তর যখন সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কর্মসূচি গ্রহণ করেছিলেন, ঠিক তখন ৭১ এর কুচক্রীমহল নির্মম নিষ্ঠুরভাবে তাঁকেসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যমআয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। স্পিকার প্রধানমন্ত্রীর এ সকল কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, শিশু রাসেলকেও যারা নৃশংসভাবে হত্যা করেছে, তারাই ৭১ এর স্বাধীনতাবিরোধী এবং তারাই আজ গুলশান ও শোলাকিয়ায় হামলাকারী জঙ্গি।
চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশকে যখন আন্তর্জাতিক পরিম-লে নিয়ে গেছেন, তখন আবার সেই ৭১ এর কুচক্রীমহল দেশের অগ্রগতিকে নস্যাৎ করতে চক্রান্তে লিপ্ত হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হুইপ মো. আতিউর রহমান আতিক, মো. শহিদুজ্জামান সরকার, মো. ইকবালুর রহিম ও মো. শাহাবুদ্দিন এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, সংসদ সচিবালয়ের সহকারী সচিব আব্দুর রহমান ও কর্মচারীদের পক্ষে মো. আতর আলী বক্তৃতা করেন। সংসদ সদস্যবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।