Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

fb6bf134b4bbdedcf7c6f240bc6c6b62-57b049b47d597খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: ঐতিহাসিক ট্রিপল ট্রিপল রেকর্ডের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন গতি দানব উসাইন বোল্ট। ১০০ মিটারের পর ২০০ মিটারেও সোনা জিতলেন রিও অলিম্পিকে। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় সোনা জয়ের লক্ষ্যে ২০০ মিটার স্প্রিন্টে ট্র্যাকে নামেন তিনি। ১৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে সবার আগে লক্ষ্যে পৌঁছান। ২০.০২ সেকেন্ডে রৌপ্য জিতেছেন কানাডার আন্দ্রে ডি গ্রেস। তৃতীয় হয়েছেন ফ্রান্সের ক্রিস্টোফার লেমেত্রি। তার লেগেছে ২০.১২ সেকেন্ড সময়। ২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডনে ১০০, ২০০ ও ৪দ্ধ১০০ মিটার রিলেতে জয়ী বোল্টের অলিম্পিক সোনা হল ৮টি। এই আসরে আর মাত্র ৪দ্ধ১০০ মিটারের রিলেতে সোনা জিতলেই তিনি গড়বেন ঐতিহাসিক ‘ট্রিপল ট্রিপল’ রেকর্ড। রিও ডি জেনেরিয়োর এই আসর হতে যাচ্ছে ২৯ বছর বয়সী বোল্টের শেষ অলিম্পিক। গত ফেব্রুয়ারিতে তিনি জানিয়েছিলেন, ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসর নেবেন তিনি। রিওতে বাকি ইভেন্টে সোনা জিতে বোল্টের ইতিহাস গড়ার চেষ্টায় চোখ থাকবে পুরো বিশ্ববাসীর।