Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
 খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের দেওহাটা বেঙ্গল কোম্পানি মোড়ে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার ভোর ৬টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান যুগান্তরকে জানান, হাঁস বোঝাই একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপের দুই যাত্রী নিহত হন। ধারণা করা হচ্ছে তারা হাঁস ব্যবসায়ী। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। তবে পিকআপ চালক পালিয়ে যাওয়ায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।