Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

minister-tec-nbs24খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব সরকার। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ও গবেষণার মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে নিরলসভাবে কাজ করে চলছে বর্তমান সরকার। এর ফলে বিগত কয়েক বছরে বিসিএসআইআরএ স্থাপিত হয়েছে বিশ্বমানের অত্যাধুনিক কয়েকটি গবেষণাগার।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর প্রযুক্তি হস্তান্তর ও উদ্ভাবন প্রকল্পের ৬তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিসিএসআইআর এর চেয়ারম্যান নজরুল ইসলাম, সদস্যবৃন্দ এবং বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের মাধ্যমে দেশে শিল্প-কৃষি উপযোগী প্রযুক্তি উদ্ভাবন এবং বিদেশের বিভিন্ন প্রযুক্তি এ দেশে শিল্প-কৃষির ব্যবহার উপযোগী করে তৈরি করা হবে।

প্রযুক্তি হস্তান্তরের তালিকায় রয়েছে- স্বল্প বায়ুতে ও বাইসাইকেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন এবং মোবাইল ও ল্যাপটপ চার্জিং, পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও জ্বালানিবিহীন সোলার কুকার, পানিবিহীন, কীটনাশক ও জীবাণুমুক্ত হাইড্রোপনিক সালাদ (ঘরের ভেতর সবজি বাগান), ইনহাউজ পদ্ধতিতে পানির ট্যাংকের মধ্যে দেশীয় মাছ- শিং, কৈ, কোরাল প্রভৃতি মাছ সারা বছর সব ঋতুতে উৎপাদন, প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ সজিনাপাতার গুঁড়া এবং শৈবাল থেকে জৈব জ্বালানি ও সার তৈরিকরণ।