Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: অলিম্পিক গেমসে ২০০ মিটারেও হ্যাটট্রিক করলেন উসাইন বোল্ট। জ্যামাইকার এই দৌড়বিদ আজ সকালে এই রেকর্ড গড়েন। এর আগে ইতিহাসের প্রথম মানব হিসেবে ১০০ মিটারে এই রেকর্ড গড়েছিলেন।

রিও অলিম্পিকের ত্রয়োদশ দিনে বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় সবার আগে দৌড় শেষ করতে বোল্টের সময় লাগে ১৯.৭৮ সেকেন্ড। বার্লিনে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়শিপে রেকর্ড গড়েছিলেনন ১৯.১৯ সেকেন্ড নিয়ে।
এ নিয়ে অলিম্পিকে বোল্টের সোনা হলো ৮টি। দলীয় ইভেন্ট ৪*১০০ মিটার রিলেতে সোনা জিতলেই হয়ে যাবে অবিশ্বাস্য ‘ট্রিপল ট্রিপল’, যার লক্ষ্য নিয়েই রিওতে এসেছিলেন।
২০০৮ সালে বেইজিংয়ে ২০০ মিটারে সোনা জেতার পর বড় কোনো প্রতিযোগিতায় হারেননি বোল্ট। অলিম্পিকের তিনটি সোনার সঙ্গে তাই আছে চার-চারটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা।
এবার বাকি কেবল ‘ট্রিপল-ট্রিপল’ এর অপেক্ষা। কোনো অঘটন না ঘটলে অবিশ্বাস্য এই কীর্তিরও স্বাক্ষী হবে রিও অলিম্পিক স্টেডিয়ামের দর্শকরা।