Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: গঙ্গাচড়া ,রংপুর: বঙ্গবন্ধুর ছবি সম্বলিত জাতীয় শোক দিবসের পোষ্টার ব্যানার ছিড়ে আগুনে পুড়ে ফেলেছে বিক্ষুব্ধ ছাত্ররা। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার উপজেলার বড়াইবাড়ী উচ্চ বিদ্যালয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলমগীর জামান ও সাবেক সভাপতি আব্দুস সালেক গোপন আতাতের মাধ্যমে শিক্ষাল্যাব নামক একটি কোচিং সেন্টারকে স্কুল গৃহে কোচিং পরিচালনার অনুমতি দেন। ফলে গত ফেব্রুয়ারী মাস থেকে ওই বিদ্যালয় ভবনে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোচিং বন্ধের দাবী জানিয়ে আসছিল। কোচিং বন্ধ না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং গত কাল বৃহস্পতিবার বিদ্যালয় চত্তরে বিক্ষোভ মিছিল বের করেন। এরই এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের কোচিং গৃহের দেয়ালে লাগানো বঙ্গবন্ধুর ছবি সম্বলিত জাতীয় শোক দিবসের পোষ্টার ও ব্যানার ছিড়ে মাটিতে ফেলে আগুন লাগিয়ে দেয় এবং পরিস্তিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। পরে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ অশান্ত পরিবেশকে স্বাভাবিক করতে বিদ্যালয়টির সভাপতি উপজেলা একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেন চৌধুরী আগামী কাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এক বৈঠকের আয়োজন করেন। এতে সংশ্লিষ্ঠ সকলকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
আগুন লাগানোর ঘটনায় স্থানীয়ভাবে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গৃহিত হবে বলে থানা পুলিশের সিনিয়র এসআই আবু হাসান কবীর জানিয়েছেন।