Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

448খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬:“আমি বিএনপি’র সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ১৭তম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। বাংলাদেশের গণতন্ত্র বিনির্মানে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর ভূমিকা ছিল অসাধারণ। ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত হয়ে এক পর্যায়ে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ে তিনি সবসময় থেকেছেন সম্মুখ কাতারে।
৮০’র দশকে স্বৈরশাসনের অবসানের লক্ষ্যে বিএনপি’র নেতৃত্বে ৭ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে লিয়াজোঁ কমিটির প্রধান হিসেবে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। জনাব সালাম তালুকদার একজন উচ্চ মার্গের রাজনৈতিক নেতা ছিলেন। তিনি এদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন মাত্রা সংযোজনে ভূমিকা রাখেন। দৃঢ়তা, অটুট মনোবল এবং ব্যক্তিত্বে তিনি ছিলেন অসাধারণ।
বিএনপি মহাসচিবের দায়িত্ব পালনকালে জনাব সালাম তালুকদার দলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন। মন্ত্রী হিসেবেও তিনি ১৯৯১-১৯৯৬ সালে স্থানীয় সরকার ব্যবস্থায় ও পল্লী অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনকে প্রতিষ্ঠিত করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র্ েউত্তরণে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শুভানুধ্যায়ী ও পরিবারবর্গের প্রতি সমবেদনা
জানাচ্ছি।”