খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের এক বিবৃতিতে বলা হয়েছে, জাসদ নিয়ে আইজিপির ইতিহাস চর্চা শুধু বাড়াবাড়িই না, ভুলও। রাজনৈতিক বক্তব্য দেয়া আইজিপির কাজ নয়, দায়িত্ব ও এখতিয়ার বহির্ভূত।
আজ শুক্রবার জাসদের দফতর সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হকের ‘জাসদ বঙ্গবন্ধুকে শান্তিতে থাকতে দেয়নি’ শিরোনামে রাজনৈতিক বক্তব্য প্রকাশিত হয়েছে।
নেতৃবৃন্দ এ ধরণের রাজনৈতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, জাসদ নিয়ে আইজিপির ইতিহাস চর্চা শুধু বাড়াবাড়ি নয় ভুলও। এ ধরণের বক্তব্য দেয় তার কাজ নয়, তার দায়িত্ব ও এখতিয়ার বহির্ভূত।