Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: বহুল প্রত্যাশিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুপার স্ট্রাকচারের (উপরের কাঠামো) কাজ আগামী নভেম্বরে শুরু হবে এবং এর প্রথম অংশের কাজ ২০১৮ সালের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার রাজধানীর সেতু ভবনে ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমচাই কর্ণসূতার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘এক্সপ্রেসওয়ের মূল অংশের নির্মাণ কাজ এ বছরের ১ নভেম্বর শুরু হবে এবং আমরা আশা করছি ২০১৮ সালের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত অংশের কাজ শেষ হবে।’
তিনি আরও বলেন, এক্সপ্রেসওয়ের সাব স্ট্রাকচারের নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
এ ছাড়াও বৈঠকে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে নির্মাণকাজের সাথে সংশ্লিষ্ট ব্যাংকক ভিত্তিক কম্পানিটির শীর্ষ কর্মকর্তার সাথেও আলোচনা করেন মন্ত্রী। এ সময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রকল্প পরিচালক কাজী মো. ফেরদৌস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরিকল্পনা অনুসারে, তিন ধাপে ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হবে ৮ হাজার ৯৪০ কোটি ১৮ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ হলে এর মাধ্যমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে তেজগাঁও, মগবাজার ও কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীর সংযোগ স্থাপিত হবে। আরোহন- অবতরণ পথসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য হবে ৪৬ কিলোমিটার।