খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: আগামী ২২ আগষ্ট ২০১৬, রবিবার বিকেল ৪টায় শেরেবাংলা নগরস্থ বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে বিএনপি’র ষষ্ঠ জাতীয় কাউন্সিলোত্তর নবগঠিত জাতীয় নির্বাহী কমিটির সকল কর্মকর্তাদের নিয়ে দলের মাননীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুস্পার্ঘ অর্পণ করবেন। পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সকল সদস্য, ভাইস চেয়ারম্যানবৃন্দ, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যবৃন্দ, যুগ্ম মহাসচিববৃন্দ, সম্পাদক ও সহ-সম্পাদকবৃন্দ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দকে দলের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথাসময়ে মাজার প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।