খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি-বিএনপিকে বাংলাদেশ ন্যাস্টি পার্টি বললেও ভুল হবে না বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ।
শাজাহান খান বলেন, এই বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করে, বাস-ট্রাক, দোকান পুড়িয়ে নগ্ন নজির সৃষ্টি করেছে। মানুষ পুড়িয়ে হত্যা কোন ধর্মে, সমাজে, গণতন্ত্রেও নেই। তবুও তারা এ ধরনের হীন কাজ করেছে। এমনকি আমাদের অস্তিত্বের চিহ্ন শহীদ মিনারেও হামলা চালিয়েছে। তাই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি -বিএনপিকে ন্যাস্টি পার্টি বলে আখ্যায়িত করলেও ভুল হবে না।
শাজাহান খান বলেন, সবাই মনে করে বিশ্ব মুসলিম উম্মার শক্র ইহুদি বা ইসরায়েল। এ ইসরায়েলের মোসাদের সঙ্গে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এদের ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জঙ্গিবাদকে বিষফোঁড়া উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, এই বিষফোঁড়া নির্মূলে আমাদের দেশে একজন ভালো সার্জন আছেন, আর তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি এই বিষফোঁড়ার ভালো অপারেশন করতে পারেন। আর আশ-পাশের আমরা হলাম নার্স।
গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক কামরুল আনামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব বদরুদজা নিজাম, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, শামীমা শিরিন ও পারুল খাতুন প্রমুখ।